খেলাধুলা তরুণদের মাদক থেকে দুরে রেখে দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে: ভূমিমন্ত্রী

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন তরুণদের মাদকের নেশা থেকে ফেরাতে খেলাধুলার বিকল্প নাই। তিনি বলেন, আমাদের দেশের একসময়কার ঐতিহ্যবাহী কাবাডি, দারিয়াবান্দা, গাদন, গোল্লাছুট খেলাগুলো হারাতে বসেছে।
আজ ঈশ^রদী সাঁড়া মাড়োয়ারি মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৮ (অনুর্ধ্ব ১৭) এর ইউনিয়নভিত্তিক ফুটবল ম্যাচ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শরীফ এ কথা বলেন।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি দেশের ঐতিহ্য খেলাধুলাকে উৎসাহ যুগাতেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে এসে খেলা উপভোগ করেন। তিনি বলেন, বর্তমান ছেলেমেয়েরা ডিজিটাল গেইমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। ফুটবল, কাবাডি, দাড়িয়াবান্দা, কানামাছি এসব খেলাধুলার বেশি প্রচলন ঘটাতে হবে। বিদ্যালয়ের শারিরীক শিক্ষকদের এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। ছেলেমেয়েদের খেলাধুলার জন্য খেলার মাঠের ব্যবস্থা করছে সরকার। ঈশ^রী উপজেলার আয়োজনে ঈশ^রদী পৌরসভা ও সাতটি ইউনিয়ন পরিষদের খেলোয়াড়দের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলাটি চলছে। আজ উদ্বোধনী খেলায় পাকশি ইউনিয়ন ও মুলাডুলি ইউনিয়নের খেলোয়াড়রা অংশ নেন। খেলাটির ধারভাষ্য বর্ণনা করেন সাংবাদিক টিপু।
ঈশ^রদী উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ঈশ^রদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ^াস, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ বিপুল দর্শক উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক-মো. রেজুয়ান খান, জনসংযোগ কর্মকর্তা, ভূমি মন্ত্রণালয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!