গোপালপুরে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নাগরিক চেতনাবোধে উদ্বুদ্ধ তরুণরাই গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভবিষ্যৎ কারিগর স্লোগানে টাঙ্গাইলের গোপালপুরে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপালপুর সরকারি কলেজ মিলনায়তনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। সুজনের সহযোগিতায় পিচ পেসার গ্রুপ ও দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতি ছিলেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাণীতোষ চক্রবর্তী। জেলা বিকশিত নারী নেটওয়ার্ক সভাপতি আনজু আনোয়ারা ময়নার সঞ্চালনায় বক্তব্য রাখেন গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন, সুজন গোপালপুর উপজেলা সভাপতি অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, ভূঞাপুর উপজেলা সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহম্মেদ, গোপালপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মেহেদী আশরাফ জোয়াদ্দার, মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার আব্দুস সোবহান তুলা, সুজনের গোপালপুর শাখার সহসভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, কমরেড হাবিব মন্ডল, উদীচী গোপালপুর শাখার সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম, সুজন সম্পাদক মাহবুব রেজা সরকার, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিন, সাংবাদিক অভিজিৎ ঘোষ ও যুগান্তর প্রতিনিধি মো. সেলিম হোসেন প্রমুখ। পরে বিজয়ী ২০জন শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!