গোপালপুরে নদী ভাঙ্গনে রাস্তা নিমজ্জিত নিদারুণ ভোগান্তিতে দু’ইউনিয়নের মানুষ

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর-বেলুয়া ভায়া মাদারজানী সড়কটির কুমুল্লি অংশে ঝিনাই নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে। ফলে আলমনগর ও হেমনগর ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে নিদারুণ ভোগান্তির স্বীকার হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে।

জানা যায়, আলমনগর বোর্ড অফিস হতে বেলুয়া পর্যন্ত বির্স্তৃত সড়কটি দিয়ে হেমনগর ও আলমনগর ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত করে। এ দু’ইউনিয়নের উৎপাদিত কৃষিপণ্য এ সড়কেই পরিবহন করা হয়। আশপাশে দু’টি হাইস্কুল, তিনটি প্রাইমারি স্কুল ও একটি কলেজের শত শত শিক্ষার্থী এ পথেই যাতায়াত করে। কিন্তু সড়কের কুমুল্লী অংশে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ঝিনাই নদীর এ ভাঙ্গনে সড়কের উল্লেখযোগ্য অংশ ইতিমধ্যে নদী গর্ভে নিমজ্জিত হচ্ছে। ফলে দুর্ভোগ বাড়ছে। আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করে জানান, ‘রাস্তাটি রক্ষায় দ্রুত নদী ভাঙ্গন বন্ধ করা দরকার। তিনি নবনির্বাচিত সাংসদ ছোট মনির মাধ্যমে সড়কটি দ্রুত মেরামতের আশ্বাস দেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!