গোপালপুরে প্রতিবন্ধী ও হত দরিদ্রদের কর্মসংস্থানে সেলাই প্রশিক্ষণ

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

‘আমরাও উন্নয়নের মূল ধারায় যুক্ত হতে চাই’ প্রতিপাদ্যে প্রতিবন্ধী ও হত দরিদ্রদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকা’র সহযোগিতায় উন্নত জীবনের সন্ধানে (উষা)’র বাস্তবায়নে সোমবার দুপুরে আলমনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন।

উন্নত জীবনের সন্ধানে’র নির্বাহী পরিচালক মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুহাম্মদ সাইফুল ইসলাম, আনছার বিডিবি কর্মকর্তা মোজাফর আলী, সংস্থার প্রকল্প কর্মকর্তা আসমাউল হুসনা (পলি), প্রোগ্রাম অর্গানাইজার হাবিবুর রহমান ও ইউপি সদস্য আ. কদ্দুস প্রমূখ।

ছয় মাস ব্যাপী এ সেলাই প্রশিক্ষণে ১৭ জন প্রতিবন্ধী ও হত দরিদ্র অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সংস্থার সৌজন্যে প্রতিজন প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!