গোপালপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গোপালপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো স্কুল ছাত্রী আম্বিয়া খাতুন মীম (১৬)। বৃহস্পতিবার রাতে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা শারমীন এ বিয়ে বন্ধ করেন।

জানা যায়, নগদা শিমলা ইউনিয়নের বনমালী গ্রামের আইয়ুব নবীর স্কুল পড়–য়া মেয়ে আম্বিয়া খাতুন মীমের আজ শুক্রবার বিয়ের প্রস্ততি চলছিল। খবর পেয়ে ওসি হাসান আল মামুনের নির্দেশে পুলিশ কনের মা-বাবাসহ পরিবারের লোকজনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে নিয়ে যান। পরে ভ্রাম্যমান আদালতে মেয়ের বাবা আইয়ুব নবী ও মা জায়দা বেগম বাল্য বিয়ে না দেওয়ার মুচলেকা দিয়ে ছাড়া পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!