গোপালপুরে হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজয় দিবস পালিত

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরে ব্যক্তি মালিকানাধীন আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রিকেট টুর্ণামেন্ট, রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগীতা এবং দোআ ও প্রীতিভোজের আয়োজন করা হয়। রবিবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে একটি বিজয় র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রতিষ্ঠান মিলনায়তনে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। র‌্যালীতে বাংলাদেশ শিক্ষক সমিতির গোপালপুর উপজেলা সভাপতি জিএম ফারুক ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম তালুকদারসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুজ্জামান (রাসেল) এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সহকারি ব্যবস্থাপনা পরিচালক রোকসানা খাতুন, বিজ্ঞান বিভাগের প্রধান নওশিন রহমান, ব্যবসায় শিক্ষা বিভাগের প্রধান আহসান হাবীব, প্রভাষক শাহিনুর রহমান (সিহান), ফতুহাত, আমিনুল ও সালমা খাতুন প্রমূখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!