ঘাটাইলে বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত ছড়াকার আলম তালুকদারের স্মরণ সভা অনুষ্ঠিত

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শুক্রবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত ছড়াকার ও সাবেক অতিরিক্ত সচিব নূর হোসেন তালুকদার (আলম তালুকদার) এর ৬৫তম জন্মবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত।

ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার ঘাটাইল প্রতিনিধি, খান ফজলুর রহমানের সভাপতিত্বে ঘাটাইল প্রেস ক্লাব কার্যালয়ে স্মরণ সভায় বক্তব্য রাখেন, লেখক গবেষক সাংবাদিক জুলফিকার হায়দার, জিবিজি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল আলম মনি, ৭০ এর দশকের প্রখ্যাত ছড়াকার সোহরাব পাশা, সরকারী কলেজের প্রফেসর, এনসিটি সাবেক সদস্য মাহমুদ দিদার, জিবিজি সরকারী কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, ডঃ মমতাজ বেগম, উদিচী শিল্পি গোষ্ঠির টাঙ্গাইল জেলা সিনিয়র সহসভাপতি, খন্দকার মনিরুজ্জামান, সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব হাসান কায়কোবাদ জজ, অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাটাইল প্রেস ক্লাবের সহসভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার ঘাটাইল প্রতিনিধি, উত্তম আর্য্য, দৈনিক ভোরের কাগজ ঘাটাইর প্রতিনিধি, ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল আলম বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক আমার সংবাদ পত্রিকার ঘাটাইল প্রতিনিধি, এশিয়ান টিভি উত্তর টাংগাইল প্রতিনিধি, আব্দুল লতিফ, দৈনিক পত্রিকার ঘাটাইল প্রতিনিধি সবুজ সরকার সৌরভ, দৈনিক আমার সময় ঘাটাইল প্রতিনিধি, আল আমীন, বিডি ষ্টার টিভি টাঙ্গাইল প্রতিনিধি হেলাল তালুকদা, ঘাটাইল মিডিয়া মোহাম্মদ আশিক, ভোরের ডাক ও জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি বিধান রায়, দেশ নিউজ টিভি আল আমীন বিপ্লব প্রমুখ। বক্তারা নূর হোসেন তালুকদারে কর্মময় জীবন নিয়ে বিশিষ্ট্য ব্যক্তিরা আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!