ঘাটাইলে ভ্রাম্যমান আদালতে পোল্ট্রি খামারীকে জরিমানা

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সোমবার (২১ই ডিসস্বর) দুপুর ১টায় টাঙ্গাইলর ঘাটাইল উপজলার ধলাপাড়া ইউনিয়নর শহর গাপিনপুর্ চওনাপাড়া গ্রামর পোল্ট্রি ফার্মের মালিক মাসলিম উদ্দিন পোল্ট্রি ফার্মের দুষিত বর্জ্যে আবাদী জমি নষ্ট হওয়ার কারনে পঞ্চাশ হাজার(৫০,০০০)টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) অঞ্জন কুমার সরকার।

ঘাটাইল উপজেলা ভেটরিনারী সার্জন বাহাউদ্দিন রিজভী জানায় চওনাপাড়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে মসলিম উদ্দিন দীর্ঘ ৭বছর যাবৎ খামারের নিয়ম নীতি অনুসরণ না করে খামার পরিচালনা করে আসছেন।পরে গ্রামবাসীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম একটি লিখিত অভিযাগ উপজেলা নিবার্হী অফিসারের কাছে দায়ের করেন।প্রানী সম্পদ কার্যালয় তদন্ত করে সত্যতা পাওয়ায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

এ বিষয় ঘাটাইল উপজলা নিবার্হী অফিসার(ইউএনও) অঞ্জন কুমার সরকার সত্যতা স্বীকার করে মুঠোফানে জানায়, তদন্ত করে পরিবেশ দুষনের সত্যতা পাওয়ায় বাংলাদেশ পরিবেশ আইনে তাকে(খামারী) জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!