ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ এনে মিথ্যা ভিত্তিহীন ও উদ্যেশ্য মুলক সংবাদ প্রকাশ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি । বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলার ৪০ কি.মি. দুরে সাগরদিঘী বাজার চৌরাস্তা মোড়ে এ মানবন্ধন করা হয়। এতে এলাকার শত শত মানুষ অংশ নেয়।

জানা গেছে, ঘাটাইলের জোড়দিঘী কারিগরি ও বিএম কলেজের অধ্যক্ষ এবং সভাপতির দুর্নীতির বিষয় নিয়ে আজকালের খবর পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম মুঠোফোনে কথা বলেন। এতে ওই কলেজের অধ্যক্ষ, সভাপতি ও স্বাধীনতা বিরুধী সাংবাদিক নামধারীদের প্ররোচনায় আজকালের খবর পত্রিকার ওই প্রতিনিধির বিরুদ্ধে টাঙ্গাইলের একটি দৈনিক পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে। এতে এলাকাবাসিসহ স্থানিয় সাংবাদিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ব্যাপারে সাংবাদিকরা অবগত হওয়ার পর বিষয়টির সত্যতা যাচাইয়ে তৎপর হয়ে ওঠেন। যার বরাত দিয়ে ওই পত্রিকায় সংবাদ ছাপা হয় সত্যতা যাচাইয়ের
জন্য কলেজের অধ্যক্ষের সাথে ঘাটাইল প্রেস ক্লাবের তরফ থেকে ফোনে কথা বললে তিনি বিষয়টি এরিয়ে যান। এতে সংবাদটি সম্পুর্ন মিথ্যা হিসেবে বিবেচিত হয়। ফলে ক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, সহ-সভাপতি উত্তম কুমার আর্য্য ও সাধারন সম্পাদক রবিউল আলম বাদল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। সেই সাথে কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ নুরে
আলম, সভাপতি ইঞ্জিনিয়ার খালেকসহ মিথ্যা সংবাদ প্রকাশের প্ররোচনা দানকারি জামাত শিবির ঘরানার ওই কুচক্রি
সাংবাদিকদেরকে ধিক্কার জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!