ঘাটাইলে হাম-রুবেলার টিকা দেয়ার পরই শিশুর মৃত্যু

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঘাটাইলে হাম-রুবেলার টিকা দেয়ার পরই শিশুর মৃত্যু টাঙ্গাইলের ঘাটাইলে হাম-রুবেলার টিকা দেয়ার একঘণ্টার মধ্যে পাপিয়া নামে ১০ বছর বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার দেওপাড়া ইউনিয়নের গানজানা স্বনির্ভর সূর্যের হাসি ক্লিনিকে এই ঘটনা ঘটে।
পাপিয়া স্থানীয় গানজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের বাহাজ উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল ১০টার দিকে শিশুটি ওই গ্রামের সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল। এমন সময় তার খেলার সাথীদের সঙ্গে স্থানীয় স্বনির্ভর সূর্যের হাসি নামে একটি ক্লিনিকে গিয়ে হাম-রুবেলা টিকা গ্রহণ করে বাড়ি ফিরে যায়। এর একটু পরেই পাপিয়া অসুস্থতা অনুভব করলে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে পাপিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. পার্থ প্রতীম সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘শিশুটি আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিল। মারা যাওয়ার কারণ বুঝা যাচ্ছে না। বিভাগীয় তদন্ত ছাড়া কিছু বলা যাবে না।’

এ বিষয়ে জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, ‘আমরা সাধারনত কোন অসুস্থ্য বা হাঁপানী রোগীদের কোন ভ্যাকসিন দিতে নিষেধ করি। তবে ওই শিশুটি যে আগে থেকেই শ্বাসকষ্ট ছিল এটা হয়তো আমাদের স্বাস্থ্যকর্মীরা বুঝতে পারে নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!