মোবাইলে সংরক্ষিত ছবি ও কন্টাক্ট নাম্বার আজীবনের জন্য সংরক্ষণ পদ্ধতি।

 

অনেক সময় দেখি অনেকে ব্যথিত চিত্তে পোস্ট দেন – মোবাইল হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, বা নস্ট হয়ে গেছে। তবে মোবাইলের জন্য উনারা কষ্ট পান না। কষ্টের কারণ হচ্ছে মোবাইলে সংরক্ষিত কনটাক্ট নাম্বার ও বিশেষ করে ছবি হারিয়ে যাওয়া।

অনেকে পোস্টে জানতে চান কিভাবে কন্টাক্ট নাম্বার ও ছবি ফিরে পেতে পারেন?

কারো নাম্বার হয়তো যোগার করা সম্ভব কিন্তু অনেক মূল্যবান স্মৃতি বিজরিত ছবি হারিয়ে যাওয়া সত্যিই অনেক কষ্টকর। যারা Android operating systems এর স্মার্ট ফোন ব্যবহার করেন, তারা নীচের পদ্ধতি গুলি ব্যবহার করলে মোবাইল হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ও কন্টাক্ট নাম্বার সমুহ এবং ছবিগুলো হারাবে না। বরং আজীবন সেইভ থাকবে।

Google play: অনেকে এটাকে Play Store বলেন। প্রায় সকল android মোবাইলে এই এ্যাপ install করা থাকে। না থাকলে download করে নেবেন। তবে এই এ্যাপ ব্যবহার করার জন্য আপনার gmail account থাকতে হবে। মোবাইলে ইমেইল একটিভেট করার সময় synchronise অপশনে contact on করে রাখলে আপনার কন্টাক্ট গুলো ইমেইল একাউন্টে সেইভ হয়ে যাবে।

Google apps: এই এ্যাপ ও প্রায় সকল Android মোবাইলে install করা থাকে, না থাকলে Google play থেকে download করে নিবেন। এই এ্যাপ এ Google drive সহ অনেক এ্যাপ থাকে, যার একটি হচ্ছে photo.

এই এ্যাপ এর সেটিংয়ে synchronise অপশন on করে রাখলে আপনার ছবিগুলা আপনার gmail একাউন্টে সেইভ হয়ে যাবে। মোবাইলের মেমোরি কম থাকলে পুরো Google App download না করে শুধু Google photo download করতে পারবেন।

One drive: এটি ব্যবহার করতে গেলে আপনার মাইক্রোসফটের ইমেইল একাউন্ট (Hotmail, live বা outlook) থাকতে হবে।

Play store থেকে one drive এ্যাপ download করে সেটিং এ গিয়ে synchronise on করে রাখুন। এতে আপনার ছবি, কন্টাক্ট, ডকুমেন্ট ইত্যাদি ইমেই একাউন্টে সেইভ হয়ে যাবে।

CM Backup: play store থেকে download করতে হবে। এই এ্যাপের মাধ্যমে আপনার কন্টাক্ট নাম্বার সমুহ, টেক্ট মেসেজ এবং ফটো সহ অনেক কিছু backup এর মাধমে Google ইলেইলে সেইভ করে রাখা যায়। এই এ্যাপ এক্টিভ করার জন্য আপনার gmail account থাকতে হবে।

এইভাবে সুবিধামত এ্যপস্ গুলি ব্যবহার করে backup করে রাখলে, আপনার মোবাইল হারিয়ে গেলে, চুরি হলে বা নষ্ট হয়ে গেলে – কন্টাক্ট নাম্বার বা ছবির জন্য কষ্ট পেতে হবে না। নতুন মোবাইল কিনার পর এ্যাপস্ গুলি ডাউনলোড করে একই ইমেইল ব্যবহার করে একটিভেট করে synchronise on করে দিন – কয়েক মিনিটেই সবকিছু আপনার নতুন মোবাইলে পেয়ে যাবেন।

সূত্রঃ ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!