ছাগল চুরির অভিযোগে আ’লীগ নেতার জরিমানা

 

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ছাগল চুরির অভিযোগে লোকমান বেপারি নামে এক আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমানা ও ২০টি থাপ্পড় দেয়া হয়েছে।

সোমবার রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নে অনুষ্ঠিত এক সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে। এতে ইউপি চেয়ারম্যান উত্তমকুমার মৈত্র সভাপতিত্ব করেন।

অভিযুক্ত লোকমান শ্রীরামকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনীল হালদার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সালিশ বৈঠক ও ইউপি চেয়ারম্যানের দেয়া তথ্য সূত্রে জানা গেছে, ইউনিয়নের উদয়তারা গ্রামের বিধবা ফিরোজা বেগমের (৬০) একটি গর্ভবতী ছাগল ১ নভেম্বর একই গ্রামের মৃত মন্নান বেপারির ছেলে লোকমান বেপারি চুরি করে।

এ ঘটনায় ফিরোজা গত ২৫ নভেম্বর স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান অভিযুক্ত লোকমানকে ১৬ ও ২৬ নভেম্বর দুবার নোটিশ করেন।

ওই নোটিশের পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ছাগল চুরির ঘটনায় সালিশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা যুবলীগের সভাপতি মো. খোকন কাজী, স্থানীয় বন্দর ব্যবসায়ী সমিতি ও যুবলীগ সহসভাপতি ফারুক হোসেন হাওলাদার, আওয়ামী লীগ নেতা নিত্যানন্দ হালদার, মনোজকান্তি মণ্ডল, লিটন হালদারসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় ছাগল মালিক ফিরোজা বেগম জানান, তিনি অসহায় হওয়ায় গত ২ বছর আগে ছাগলটি স্থানীয় একটি এনজিও তাকে সাহায্য হিসেবে দেন।

সালিশে আওয়ামী লীগ নেতা লোকমান বেপারি ছাগলটি ১৫ দিন আগে ২৫০০ টাকায় স্থানীয় শ্রীরামকাঠী বাজারে বিক্রি করেছেন বলে স্বীকার করেন।

এরপর সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুসারে লোকমান বেপারিকে ১০ হাজার টাকা জরিমানাসহ ২০টি থাপ্পড় দেয়ার রায় ঘোষণা করেন উত্তমকুমার মৈত্র।

পরে ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মনোজকান্তি মণ্ডল এ শাস্তি কার্যকর করেন।

সূত্র-যুগান্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!