ছেলেকে সব লিখে দিয়ে ‘পথের ভিখারি’ রেমন্ডের প্রতিষ্ঠাতা

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

একসময়ের ‘ধনকুবের’ এখন ‘পথের ভিখারী’! ব্র্যান্ডেড পোশাকের দুনিয়ায় অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান রেমন্ড। বিজয়পত সিংহানিয়ার হাত ধরে বছর কুড়ি আগে পথ চলা শুরু করে ব্র্যান্ড রেমন্ড। সারা ভারত তাকে একডাকে চেনে ‘রেমন্ডস ম্যান’ বলেই। আজ তিনিই ‘পথের ভিখারী’।
তার দাবি, ‘কপর্দকশূন্য অবস্থায় কোনও মতে বেঁচে আছি’।
নিজের এই ‘সহায়-সম্বলহীন’দশার জন্য নিজের ছেলে গৌতম সিংহানিয়াকেই দায়ী করেছেন বিজয়পত সিংহানিয়া।
২০ বছরের পুরনো প্রতিষ্ঠান রেমন্ডস। দুই দশক ধরে ভারতীয় পুরুষদের তিনি নিজে হাতে সাজিয়ে এসেছেন। কিন্তু বর্তমানে তার ঠিকানা ভারতের দক্ষিণ মুম্বাইয়ের গ্র্যান্ড প্যারাডি সোসাইটির একটি ভাড়া বাড়ি।
remond2
ছেলে গৌতম সঙ্গে এক অনুষ্ঠানে বিজয়পত সিংহনিয়া
নিজের এই দুর্দশার কথা জানিয়ে ইতোমধ্যেই বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজয়পত সিংহানিয়া।
আদালতে জমা দেওয়া হলফনামায় তার স্পষ্ট অভিযোগ, মালাবার হিলে ৩৬ তলা জে কে হাউজের ডুপ্লেক্সে তাকে অন্যায়ভাবে থাকতে দেওয়া হচ্ছে না। তার আরও অভিযোগ, বারবার বলা সত্ত্বেও কেউ তার অনুরোধে সাড়া দেয়নি।
‘রেমন্ড লিমিটেডকে ছেলে গৌতম সিংহনিয়া নিজের মর্জিমাফিক চালাচ্ছে’, বলেও অভিযোগ করেছেন তিনি।
বিজয়পত সিংহানিয়ার আইনজীবী জানিয়েছেন,নিজের ছেলেকে সব সম্পত্তি লিখে দিয়েছিলেন তার ৭৮ বছরের বিজয়পত। এখন ছেলে তার মক্কেলকে সবকিছু থেকে বঞ্চিত করছেন।
সূত্র: জিনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!