সাকিব জামাল এর কবিতা-জোসনা রাত বনাম দু’মুঠো ভাত!

 

 

জোসনা রাত বনাম দু’মুঠো ভাত!

 সাকিব জামাল

বৃথা জোসনা রাত !
এখনো কতো জননী শোনায় দু:স্বপ্নের গল্প –
নির্বাক শ্রোতাদের দেখি নিরব অশ্রুপাত!
বৃথা জোসনা রাত !

আজও দেখি-
এই চোখে, শুকনো মুখ-
মায়ের বকুনি খেয়ে ক্ষুদার যন্ত্রনায় –
বাড়ি থেকে পালিয়ে আসে শিশু সড়ক, রেল, জলপথের স্টেশনে-
খোজে কাজ,  দু’মুঠো ভাত ।
বৃথা জোসনা রাত !

বৃথা জোসনা রাত !
এখনো কতো জননী শোনায় দু:খের গল্প –
অবুঝেরা বোঝেনা, কাঁদতে জানে দিন-রাত!
বৃথা জোসনা রাত !

আজও দেখি-
এই চোখে, চলার পথে-
নানা মানুষ নানা রূপে পাতে ভিক্ষার হাত –
চায় দু’মুঠো ভাত ।
বৃথা জোসনা রাত !

বৃথা জোসনা রাত !
এখনো কতো জননী শোনায় হাহাকারের গল্প –
বোঝেনা পাকস্থলীর ছোট গহব্বর- নিয়ত করে উৎপাত!
বৃথা জোসনা রাত !

এখনো আছে শিশু শ্রম !
এখনো আছে বৃদ্ধা আশ্রম !
এখনো আছে এতিমখানা !
এখনো আছে যৌবন বেঁচাকেনা !

তারা চায় দু’মুঠো ভাত –
বৃথা জোসনা রাত !

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!