টাঙ্গাইলের আঞ্চলিক ভাষার বিলুপ্তপ্রায় কিছু শব্দ

আমরা জানি প্রত্যেক জেলার কিছু আঞ্চলিক ভাষা আছে। তাই কাগজ২৪ এর পাঠকদের জন্য টাঙ্গাইল জেলার আঞ্চলিক ভাষার বিলুপ্তপ্রায় কিছু শব্দ নিয়ে আজকের এই আয়োজন।

অ- অকাম-অকাজ, অইছে–হয়েছে, অলদা–হলুদ।

আ- আজাইরা-অকারনে, আহুইন-আসুন, আইছুন–আসিয়াছেন, আংগো-আমাদের, অ্যাহাবারে-পুরোপুরি, আহাল-আকাল, আইশাল-চুলা, আটে–হাটে বাজার, আড়া-বাশঝাড়, আক্ষস–রাক্ষস, আশ–হাঁস।

ই- ইষ্টি-আত্মীয়, ইচা-চিংড়ি।

এ- এট্টু-একটু, এবাই-এরকই, এহিন্দা–এদিক দিয়ে।

ও- ওম-উষ্ণতা, ওশ-শিশির, ওড়ন-বাশের তৈরি চামিচ।

উ- উক্তা-উল্টা, উদলা-খালি, উগার-মাঁচা, উলু-উইপোকা।

ক- কাহই-চিরুনি, কুকরি চুল-কোকড়ানো চুল, কইতর-কবুতর, কামলা-দিনমজুর, কাল্লা-মাথা, কুত্তা-কুকুর, কুড়কা-মুরগী, কুইড়া–অলস, কালা-কালো, কুইশাক–পুইশাক, কুইশাল–আখ, কাঁঠল–কাঁঠাল।

খ- খেদাইন–সরান, খ্যাতা-কাঁথা, খ্যাড়-খড়, খাম–খুটি, খেউড়ি-চুল কাটা।

গ- গেছুন-গিয়াছেন, গেতাছি-যাইতেছি, গউইর-গড়াগড়ি, গিদর-নোংরা, গ্যাদা-ছেলে, গেদি-মেয়ে, গুয়া–সুপারী, গুদা কালে-ছোট কালে, দুল্লা-অতি ছোট, গু-পায়খানা।

চ- চেতন-জাগনা, চুক্কা-টক, চঙ্গ-মই, চাং-সিলিং/মাচা, চেংগি-চাপ।

ছ- ছ্যাপ-থুতু, ছেনদি-ছিদ্র, ছ্যামা-ছায়া, ছাইতান-টাকি, ছাতি-ছাতা।

জ- জাইরামি-দুষ্টামি, জার-শীত, জিরানো-বিশ্রাম নেওয়া, জোঙ্গল-আবর্জনা।

ট- টানগাইল-টাংগাইল, টেল্কা-ঠান্ডা, টেহা-টাকা।

ঠ- ঠিলা-কলসি, ঠ্যাং-পা।

ড- ডাংগর-প্রাপ্তবয়স্ক।

ত- ততা-গরম, তফন-লুঙ্গি, তগর-তোদের, তুংগো-তোমাদের, ত্যাকত্যাকা-নরম, ত্যানা-ন্যাকড়া।

থ- থকথকা-ঘন, থোয়া-রাখা।

দ- দাবার-দৌড়, দিগলা-লম্বা, দুক্কু-ছোট, দুল্লা-অতি ছোট, দোপা-নিচু, দেওয়া-বৃষ্টি।

ধ- ধুমা-ধোয়া।

ন- নাজাই-অপূর্ণ, নাটি-লাঠি, নাদা-গোবর, নারাই-ঝগড়া, ন্যাঙড়া-খোড়া, ন্যাবড়া-লালা, নাও-নৌকা, নিগা–জন্য, নাল-লাল, নাজাই পরছে-কম পরেছে।

প- পাইন্চা-স্বাদহীন, পাইল্লা-পাতিল, পাও-পা, পাক্কা-পাঁকা, প্যাঁচাল-আলাপ, পাংখা-পাঁখা, পাগার–পুকুর।

ফ- ফকফকা-পরিষ্কার, ফতুর-নিঃস্ব, ফিরা-পিড়ি, ফুচকি-উঁকি দেওয়া।

ব- বিচুন-হাতপাখা, বিয়ান-সকাল, বেক্কেরে-সবাইকে, বুজি-বোন, বোদাই-বোকা, বুচ্ছুন-বুঝিয়াছেন, বালা-ভাল।

ম- মগা-ভোতা, মলন-শস্য মাড়ানো, মুসুর-মুশাড়ি, মাইজাল-মেঝে, মেলা-অনেক।

স- সালুন-তরকারি, সষ্টিব-সুন্দর।

হ- হোরি-শাশুড়ি, হাপ-সাপ, হাইশাল-চুলা, হতিন-সতিন, হলা-ঝাটা, হস্তা-সস্তা, হাস্তর-গল্প, হিয়াল-শিয়াল, হাজ–মেঘ, হুদাই-এমনী এমনী কথা, হার-ষাঁড়, হন্দা–সন্ধা।

সম্পাদনায়- মাহবুব এইচ শাহীন/সম্পাদক ও প্রকাশক/কাগজ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!