টাঙ্গাইলের ধনবাড়ীতে বীজ আলুর দাম বৃদ্ধির দাবিতে কৃষকদের মানববন্ধন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিভিন্ন জাতের বীজ আলুর দাম বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে মধুপুর ও ধনবাড়ী জোনের বিএডিসির চুক্তিবদ্ধ ব্লক লিডার ও কৃষকরা।

আজ রবিবার দুপুরে উপজেলার বলদি আটা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন মালতী হিমাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ব্লক লিডার স্বপন কুমার ঘোষ, ইয়াসিন আরাফাত বাবু ও শাহ্ শামছুদূহা তাপন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার নির্ধারিত প্রতি কেজি বীজ আলুর মূল্য ‘এ’ গ্রেড ১৮টাক ও ‘বি’ গ্রেড ১৭ টাকা পরিবর্তে ‘এ’ গ্রেড ২৪ টাকা ও ‘বি’ গ্রেড ২৩ টাকা দাম বৃদ্ধি করতে হবে। আমাদের দাবী পুরণ না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এসময় ধনবাড়ী উপজেলার ৩২জন ব্লক লিডার ও মধুপুর উপজেলার ১৩জন ব্লক লিডারসহ প্রায় পাঁচশতাধিক চুক্তিবদ্ধ কৃষক এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!