টাঙ্গাইলে বর্নাঢ্য আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

 

 

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ মানবাধিকার কমিশন” টাঙ্গাইল জেলা ও পৌর শাখার উদ্যোগে ১০ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে। দিবসের বিভিন্ন কর্মসূচীতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), সিআরটিএস ’সহ অন্যান্য মানবাধিকার সংগঠন অংশগ্রহন করে। বাংলাদেশ মানবাধিকার কমিশন” টাঙ্গাইল পৌর শাখার উদ্যোগে সকাল সাড়ে নয়টায় একটি র্বণাঢ্য র‌্যালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে জেলা কমিটি ও অন্যান্য মানবাধিকার সংগঠনের সাথে একত্রিত হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এডভোকেট এম.এ. ছাত্তার উকিল। প্রধান অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়য়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক এডভোকেট আতাউর রহমান আজাদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন” টাঙ্গাইলের গভর্নর প্যানেল মেয়র মোঃ সাইফুজ্জামান সোহেল, নির্বাহী সভাপতি নাসরিন জাহান খান বিউটি, সাধারন সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, জাতীয় মানবাধিকার কমিশনের জেলা প্রতিনিধি এডভোকেট এস আকবর খান (পিপি), বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী এডভোকেট খঃ আমিনা রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন” টাঙ্গাইল পৌর শাখাার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), সহ সভাপতি আব্দুল কাদের, সাধারন সম্পাদক সোহানুর রহমান শাহীন, প্রমুখ। এরপর বাংলাদেশ মানবাধিকার কমিশন” টাঙ্গাইল পৌরশাখার উদ্যোগে কেক কাটা উৎসব প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করে তোলে। এবারের প্রতিপাদ্য “ন্যায় বিচার সকলের সমান অধিকার, আমাদের অঙ্গীকার”।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!