পঞ্চগড়ে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে বিনা অনুমতিতে গাছ কাটার অভিযোগ

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে অপরিকল্পিত ভাবে বিদ্যুৎ লাইন সংযোগের ফলে শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা কারিগরি কলেজের ১৬ টি মেহগনি গাছ নির্বিচারে কাটা হয়েছে।

এ ঘটনায় কলেজের অধ্যক্ষ শনিবার ( ৬ এপ্রিল ) পঞ্চগড় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই লিমিটেড নেসকো এর বিরুদ্ধে জেলা প্রশাসকের বরাবরে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার ৩ নং সদর ইউনিয়নের বঙ্গমাতা কারিগরি মহিলা কলেজের ১৬ টি মেহগনি গাছ ঐ প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে না জানিয়ে রাতের অন্ধকারে গাছের মধ্যাংশে কেটে দিয়েছে বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান নেসকো লিমিটেড অফিসের লোকজন। এ ব্যাপারে বিদ্যুৎ অফিসের কাছে কলেজ কর্তৃপক্ষ জানতে চাইলে কোন প্রকার সঠিক উত্তর না দিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়। বিদ্যুৎ বিভাগের অন্যায়মুলক কার্যকলাপে নিরুপায় হয়ে বাধ্য হয়ে কলেজ কর্তৃপক্ষ জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করে।

এছাড়া নিয়ম নীতির তোয়াক্কা না করে উপজেলার বিভিন্ন স্থানে গাছ বাঁশ দিয়ে যত্রতত্র বিদ্যুৎ লাইন সংযোগ দিয়েছে বিদ্যুৎ বিভাগ নেসকো। নির্বাহী প্রকৌশলীর সেচ্ছাচারিতায় পঞ্চগড়ের বিভিন্ন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। সাধারণ মানুষ বিদ্যুৎ বিল নিয়ে নানা রকম হয়রানির শিকার হচ্ছে এছাড়াও টিপটিপ বৃষ্টি হলেও গোটা পঞ্চগড় অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। গতকাল রবিবার সামান্য বৃষ্টিতে জেলার বেশি ভাগ এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়। গ্রাহকগণ সমস্যায় কন্ট্রোল রুমের টেলিফোন নম্বরে কল দিলেও বিদ্যুৎ বিভাগের কোন কর্মচারী ফোন রিসিভ করছে না বলে অনেকেই জানান।
এ বিষয়ে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ প্রতিষ্ঠান নেসকো লিমিটেড পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী জানান, বিষয়টি আমি জানি না তবে বিদ্যুৎ লাইন নিরাপদ রাখা ও জন নিরাপত্তার জন্যই গাছের ডাল কাটা হয়।

কন্ট্রোল রুমের টেলিফোন কিছু দিন হতে নষ্ট হয়েছে।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান জানান, এ বিষয়ে এখনো কোন আবেদন হাতে পাইনি তবে সে রকম কোন কিছু হলে আমরা বিষয়টি দেখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!