টাঙ্গাইলে মুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে হামলাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

টাঙ্গাইল স্থানীয় শহীদ মিনারের সামনে ২ জুলাই সোমবার সকালে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখা, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ টাঙ্গাইল জেলা শাখা, মুক্তিযোদ্ধার নিজগ্রাম ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা গ্রামের সর্বস্তরের লোকজন, বীর মুক্তিযোদ্ধাগণ’সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল কুদ্দুস, সাবেক সহ কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক (গেরিরা বিপ্লব), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), আহত ওই মুক্তিযোদ্ধার সন্তান ইঞ্জিনিয়ার জাহিদ রানা প্রমুখ

মানববন্ধনকারীরা জানান, গত ১৩ জুন বাড়িতে ঢুকে একটি কুচক্রীমহল হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা সুজায়েত আলী মাস্টার ও তার পরিবারের লোকজনদের গুরুতর আহত করে। এতে মামলায় অভিযুক্ত আসামীরা জামিনে এসে উল্টো মামলা দিয়ে তাদের হয়রানী করছে।

অতিদ্রুত অভিযুক্ত আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক যাতে কেউ মুক্তিযোদ্ধাদের উপর হামলা করার সাহস না পায়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে স্বারকলিপি দেওয়ার উদ্দেশ্য মৌন মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ টাঙ্গাইল পৌর সভার সামনে বাধা প্রদান করে। পুলিশি বাধায় মৌন মিছিলটি পন্ড হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!