‘টানা আটদিন অন্ধকারে থাকবে পুরো পৃথিবী!’ শিরোনামে প্রচারিত খবরের নেপথ্যে যে খবর!

 

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

‘১০ জুলাই থেকে টানা ৮ দিন আকাশে উঠবে না সূর্য!’ বিভিন্ন অনলাইন সংবাদপত্রে প্রকাশিত খবরে ভাইরাল হয়ে পড়া সংবাদটি হুবুহু তুলে ধরার চেষ্টা করছি প্রথমেই।

প্রকাশিত সংবাদগুলোতে দাবী করা হয়-

(১) “আগামী ১০ই জুলাই থেকে ১৭ই জুলাই পর্যন্ত আকাশে সূর্য উঠবে না। গোটা দুনিয়া থাকবে সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন। এমনটাই নিশ্চিত করেছে নাসা! সম্প্রতি ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সাইন্টিস্ট প্রেস কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে নাসা থেকে এই ঘোষণাটি দেয়া হয়েছে।”

(২) “নাসার এ খবরটি বিবিসি, রয়টার্স ও সিএনএন নিউজে প্রকাশিত হবার সাথে সাথেই তোলপাড় শুরু হয়ে যায় সারাবিশ্বে। ১০ লক্ষ বছরের মধ্যে এই প্রথমবার এমন বিরল ঘটনা ঘটছে বলে জানিয়েছে নাসা। ২০১৭ সালের ১০ই জুলাই থেকে ১৭ই জুলাই পর্যন্ত টানা ৮দিনের জন্য পৃথিবী সম্পূর্ণ অন্ধকারে ঢেকে থাকবে। তারমানে, ১০ই জুলাই থেকে সূর্য উঠবেনা টানা আটদিন!”

ইদানিংকালে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহারকারী বাড়ছে ঝড়োগতিতে। ফেসবুকে প্রকাশিত ‘আজব-গুজব’ বিভিন্ন সংবাদের সত্যতার ‘যাচাই-বাছাই’ না করেই অনেক ব্যবহারকারী এসব বার্তা ছড়িয়ে দিচ্ছেন সাধারন মানুষের মধ্যে।

আশংকা বা ভয় তৈরি করে দেয়া এই বানোয়াট সংবাদটি চলতি বছরেই কিন্তু প্রথম প্রকাশিত হয়নি! বানোয়াট সংবাদটি পূর্বে প্রচারিত ২০১৫ সালে ‘১৫ দিন’ এবং ২০১২ সালে ‘৭ দিন’ সূর্য না উঠার কথা। মুলত এই সংবাদ প্রকাশের ‘প্রচলন শুরু হয় ২০১৫ সালের মে মাসে একটি গুজব তৈরি করা বিদেশী পত্রিকায়। সেসময় অবশ্য খবরে বলা হচ্ছিলো ঘটনাটি ঘটবে মে মাসের ১০ থেকে ১৮ তারিখ অব্দি। গতানুগতিক ধারায় এই সংবাদের বঙ্গানুবাদ করে প্রথম বাংলা ভাষায় প্রকাশিত হয় কলকাতার একটি অনলাইন গনমাধ্যমে ।

এরই ধারাবাহিকতায় তা প্রকাশ পায় বাংলাদেশের অনলাইন পোর্টালে। এরপর গতবছর ২০১৬ সালে এই ‘ভুয়া’ সংবাদটি ফের কিছু তথাকথিত নিউজ পোর্টাল প্রচার করে ভাইরাল হয়।

গত বছরে প্রচারিত একই বানোয়াট সংবাদ কেবল শুরুতে ‘১০ জুনের’ বদলে ‘১০ জুলাই’ লিখে এই সংবাদটি প্রচার করে একটি অনলাইন পোর্টাল। কিন্তু শুরুর দিনটি বদলালেও সমাপ্তির দিন রয়ে যায় ১৭ জুন। এই একই সংবাদ যাচাই বাছাই ছাড়াই হুবহু কপি-পেস্ট করে প্রচারিত হয় অন্য আরও কিছু বেনামী পোর্টালে।

সংবাদে নাসার মুখপাত্র Charles F. Bolden এর কথা উল্লেখ করলেও তিনি এই বছরের জানুয়ারিতেই অবসর গ্রহণ করেছেন।

এবার দেখে নেই ভুয়া এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে বাহারী শিরোনামে প্রচারিত হয়েছে কোন কোন তারিখে!

atn24livenews “১০ ই জুলাই থেকে সূর্য উঠবে না টানা আট দিন ।” (জুন ১৬, ২০১৭)
EiBarta.com “১০ ই জুলাই থেকে সূর্য উঠবে না টানা আট দিন ।” (জুন ১৯, ২০১৭)
simantotimes24 “১০ ই জুলাই থেকে সূর্য উঠবে না টানা আট দিন ।” (জুন ১৮, ২০১৭)

janatarkontho.com “১০ ই জুলাই থেকে সূর্য উঠবে না টানা আট দিন। শেয়ার করে সবাই কে জানার সুবিধা করে দিন ।”(জুন ১৮, ২০১৭)
currentnews.com.bd “১০ ই জুলাই থেকে সূর্য উঠবে না টানা আট দিন !!!” (জুন ১৮, ২০১৭)
moralnews24 “১০ ই জুলাই থেকে সূর্য উঠবে না টানা আট দিন” (জুন ১৯, ২০১৭)
khalerkhobor “১০ ই জুলাই থেকে সূর্য উঠবে না টানা আট দিন?” (জুন ১৯, ২০১৭)

news.zoombangla.com”১০ই জুন থেকে সূর্য উঠবেনা টানা আটদিন! (ভিডিও সহ)” (এপ্রিল ২০১৬ (সংবাদটি মুছে ফেলে)
bangla.eibarta.com “১০ই জুন থেকে সূর্য উঠবেনা টানা আটদিন! (ভিডিও)” (এপ্রিল ২০১৬ (সংবাদটি মুছে ফেলে)
shampratikdeshkal.com”১০ই জুন থেকে সূর্য উঠবেনা টানা আটদিন!” (এপ্রিল ২০১৬ (সংবাদটি মুছে ফেলে)

newsbdlive24.com”মহাবিপদ সংকেত: ১০ই জুন থেকে ১৭ই জুন পর্যন্ত সূর্য উঠবে না!” (এপ্রিল ২০১৬ (সংবাদটি মুছে ফেলে
eurobdnews.com”১০ই জুন থেকে সূর্য উঠবেনা টানা আটদিন! (এপ্রিল ২০১৬ (সংবাদটি মুছে ফেলে)
bangla-news.net”১০ই জুন থেকে সূর্য উঠবেনা টানা আটদিন! (ভিডিও সহ) (এপ্রিল ২০১৬ (সংবাদটি মুছে ফেলে)

bartabazar.com “১০ই জুন থেকে সূর্য উঠবেনা টানা আটদিন!” (এপ্রিল ২০১৬)
todaysangbad “১০ই জুন থেকে সূর্য উঠবেনা টানা আটদিন – নাসা” (এপ্রিল ২০১৬)
zoombangla “১০ই জুন থেকে সূর্য উঠবেনা টানা আটদিন!”(এপ্রিল ২০১৬ (সংবাদটি মুছে ফেলে)
bartabazar”১০ই জুন থেকে সূর্য উঠবেনা টানা আটদিন! (ভিডিও সহ)” (এপ্রিল ২০১৬ (সংবাদটি মুছে ফেলে)

eideho”১০ই জুন থেকে টানা ৮ দিন অন্ধকারে ঢাকা থাকবে পুরো পৃথিবী!” (জুন ২০১৬)
zoombangla “১০ই জুন থেকে সূর্য উঠবেনা টানা আটদিন! (ভিডিও)”(এপ্রিল ২০১৬ (সংবাদটি মুছে ফেলে)

‘বিজ্ঞানযাত্রা ‘ নামক বিজ্ঞানবিষয়ক একটি গ্রুপ তাদের ইউটিউব চ্যানেল সূর্য না উঠার গুজবটি খন্ডন করেছে একটি ভিডিওতে―কাগজ২৪ পাঠকদের জন্য সেই ভিডিওটি দেয়া হলো

ভিডিও লিংক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!