ট্রলিব্যাগ ছাড়াই সৌদি গেলেন ৪০০ হজযাত্রী

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

এবার সরকারি ব্যবস্থাপনায় প্রায় ৪০০ হজযাত্রী ট্রলিব্যাগ ছাড়াই সৌদি আরব গেলেন। তবে এসব হজযাত্রীদের প্রত্যেকেই ট্রলিব্যাগের জন্য সরকারকে আড়াই হাজার করে টাকা দিয়েছেন। এ নিয়ে মঙ্গলবার রাজধানীর আশকোনা হজক্যাম্পে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরে পরিস্থিতি সামাল দিতে ট্রলিব্যাগ সরবরাহকারী প্রতিষ্ঠানকে টাকা ফেরত দিতে নির্দেশ দেন হজক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম। ইতোমধ্যে বুধবার পর্যন্ত অর্ধশত হজযাত্রীর ট্রলিব্যাগের টাকা ফেরত দেয়া হয়েছে।

অভিযোগ পাওয়া গেছে, দরপত্রের শর্ত লংঘন করে নিন্মমানের নমুনা সরবরাহকারী প্রতিষ্ঠানকে ট্রলিব্যাগ তৈরির কাজ দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ট্রলিব্যাগ ব্যবসায়ী বা আমদানিকারক না হওয়া সত্ত্বেও সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এয়ার কানেকশন এন্টারপ্রাইজ’কে কাজ দেয়া হয়েছে। জানা গেছে, শুধু ধর্ম মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাব্যক্তির নিকটাত্মীয়ের প্রতিষ্ঠান বলে।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল জলিল বলেন, ‘সরবরাহকারী প্রতিষ্ঠানের ট্রলিব্যাগ মানসম্মত না হওয়ায় আমরা গ্রহণ করিনি। যে কারণে কিছু হজযাত্রী ট্রলিব্যাগ ছাড়াই চলে গেছেন। তাদের টাকা ফেরত দেয়া হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিকে হজক্যাম্পে স্ট্যান্ডবাই রাখা হয়েছে; যাতে কোনো হজযাত্রী ব্যাগ না পেলে টাকা ফেরত পেতে পারেন।’

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে নয়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সরকারি ব্যবস্থপনার ৪১৯ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এদের প্রত্যেককে বাংলাদেশের পতাকার ছাপসহ সরকার কর্তৃক নির্ধারিত মাপ ও রংয়ের ট্রলিব্যাগ দেয়ার কথা। এদের কাউকেই ট্রলিব্যাগ সরবরাহ করা হয়নি। এ নিয়ে তারা হজক্যাম্পের পরিচালক সাইফুল ইসলামের অফিসে অভিযোগ দেন।

এ সময় ট্রলিব্যাগ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিকে ডাকা হলে তারা জানান, ‘তাদের কাছে এ মুহূর্তে কোনো ব্যাগ নেই। ব্যাগ এলে দেয়া হবে।’ এতে বিক্ষুব্ধ হজযাত্রী ও তাদের পরিবারের সদস্যরা হজক্যাম্পে চিৎকার করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে হজযাত্রীদের টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন হজ পরিচালক।

পরে অনেক হজযাত্রী নিজের মতো করে ট্রলিব্যাগ সংগ্রহ করে হজে যান। এছাড়া সরবরাহ করা ব্যাগ নিন্মমানের হওয়ায় মঙ্গলবার হজযাত্রীদের অনেকে হজক্যাম্পের পরিচালকের কাছে অভিযোগ করেন।

এদিকে ব্যাগ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এয়ার কানেকশনের’ মালিক আবুল কালাম আজাদের ছেলে ওয়ালিদ কালাম বুধবার পর্যন্ত ৫০ জন হজযাত্রীর টাকা ফেরত দেয়ার কথা নিশ্চিত করেছেন। তবে ব্যাগ নিন্মমানের এ কথা অস্বীকার করে ওয়ালিদ বলেন, ‘আমরা সঠিক সময়ে চীন থেকে ব্যাগ আমদানি করতে পারিনি বলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।’

সূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!