ঢাকা অচল করে দেওয়ার হুমকি হেফাজতের

 

 

নিজস্ব প্রতিনিধি  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য না সরালে আবারও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের মতো ঘটনা ঘটানোর হুঁশিয়ারি দিয়েছে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামী। তাদের দাবি মানতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে সংগঠনের নেতারা বলেছেন, দাবি পূরণ না হলে পরিণতি ভালো হবে না।

আজ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই হুঁশিয়ারি দেন হেফাজতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা। তাদের দাবি, ৯০ শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশে সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি বসানো হয়েছে। এ মূর্তিকে ন্যায়বিচারের প্রতীক বলা হচ্ছে। মূর্তি কোনোভাবেই ন্যায়বিচারের প্রতীক হতে পারে না, পবিত্র কোরআনই ন্যায় বিচারের প্রতীক।

উল্লেখ্য, এর আগে, বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের ১৩ দফা দাবি নিয়ে ২০১৩ সালের ৫ মে রাজধানী ঘেরাও করেছিল হেফাজত কর্মীরা। পরে সেদিন তারা শাপলা চত্বরে অবস্থান নেয়। সহিংস বিক্ষোভে দিনভর ব্যাপক হাঙ্গামা হয়। তাদের দাবি পূরণ না হলে শাপলা চত্বর না ছাড়ার ঘোষণাও দেয় তারা। পরে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পিছু হটে হেফাজত কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!