দারাজের সাথে সোয়াপের চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ সম্প্রতি দেশের প্রথম ই-কমার্স ব্র্যান্ড সোয়াপ এর সাথে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি স্মার্টফোনপ্রেমী এবং প্রযুক্তি অনুরাগীদের স্মার্টফোন ব্যবহারে নতুন সুযোগের সৃষ্টিকরেছে।

সম্প্রতি আয়োজিত এক ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানদ্বয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক এবং সোয়াপ ও লাইভওয়্যার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী পারভেজ হোসেন।

এই চুক্তির আওতায় কোন গ্রাহক যদি তার পুরনো ইলেকট্রনিক পণ্যগুলো সোয়াপ অ্যাপ বা এর ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করেন, তবে তিনি পণ্যের দামের (বিক্রয়) সাথে ৬ হাজার টাকা পর্যন্ত ভাউচার পাবেন। পরে, গ্রাহক এই ভাউচারটি ব্যবহার করে অনলাইন মার্কেটপ্লেস দারাজ থেকে নতুন ফোন কিনতে পারবেন। গ্রাহকদের জন্য এই আকর্ষণীয় অফারটি চলবে চলতি ২৬ এপ্রিল, ২০২১ থেকে ১৩ মে, ২০২১ পর্যন্ত।

দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক এ ব্যাপারে বলেন, ‘আমাদের দেশে প্রতিদিনই স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। আর এই ব্যবহারকারীদের জন্য কিছু করার প্রচেষ্টা থেকেই এ অংশীদারিত্ব। এই নতুন চুক্তির ফলে পুরনো ইলেকট্রনিক ডিভাইস বিক্রি এবং সোয়াপ প্রদত্ত ভাউচার ব্যবহার করে আসল দামের চেয়ে অনেক কমে দারাজ থেকে নতুন ফোন কেনার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছে। আমাদের বিশ্বাস এ অফার স্মার্টফোন ব্যবহারকারীদের এ ঈদে পছন্দের স্মার্টফোন কেনার সুযোগ করে দিবে।’

সোয়াপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পারভেজ হোসেন বলেন, ‘আশা করছি এই অংশীদারিত্ব আমাদের ও দারাজের গ্রাহকদের আরও সহজে ও সাশ্রয়ী মূল্যে আসল পণ্য পেতে সহায়তা করবে এবং একইসাথে ই-বর্জ্য এবং পরিবেশ দূষণ হ্রাস করে আরও সবুজ বাংলাদেশ গড়তে আমাদের সাহায্য করবে।’

এর ফলে, মানুষ তাদের ব্যবহৃত ইলেকট্রনিক পণ্যের বিনিময়ে শুধু একটি ন্যায্য মূল্যই পাবেন না, পাশাপাশি তারা কম মূল্যে নতুন ফোন কিনতে পারার অবিশ্বাস্য সুযোগও পাবেন। অফার সম্পর্কে আরও বিস্তারিত জানতে আগ্রহীরা এই নাম্বারে +৮৮০ ১৮৮০-০৮৮৫৫৩ যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!