দিনাজপুরে মোবাইল কোর্ট আইন বহালের দাবিতে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি:
নির্বাহী ম্যাজিস্ট্রেট কতৃক পরিচালিত মোবাইল কোর্ট আইন অবৈধ ঘোষনায় দিনাজপুরের মেয়ে শিক্ষার্থীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা যায়। এ পরিপ্রেক্ষিতে, গতকাল ১৬ মে মঙ্গলবার উপজেলা চত্বরে মোবাইল কোর্ট আইন বহাল রাখার দাবিতে একটি র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে একটি র‌্যালি ঘুঘুরাতলী মোড়ে শুরু হয়ে চিরিরবন্দর উপজেলা চত্ত্বরে ঘন্টাব্যাপি এক মানববন্ধন পালন করে।
সংক্ষিপ্ত বক্তৃতায় বেলতলী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ-উল-আলম বলেন, নারী শিক্ষা বিকাশে  প্রত্যন্ত অঞ্চলসহ শহরেও মোবাইল কোর্ট আইন অপরিহার্য। এ আইনটি বাতিল করা হলে বালিকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চরম ক্ষতির স্বীকার হবে। সমাজ ও রাষ্ট্রের কিছু গুরুত্বপুর্ণ কাজের জন্য মোবাইল কোর্ট আইন জরুরি। এছাড়া ভেজাল বিরোধী অভিযান, প্রতারণামূলক কার্যক্রম, পরিমাপে কম দেওয়া, যানবাহনের গতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট কার্যকর ভূমিকা রাখে। এ সময় বিদ্যালয়ের ছাত্রীরা এ আইন বহালের দাবি করে বলেন, নিশ্চিন্তে বিদ্যালয়ে যাতায়াতের সময় যৌন হয়রানী প্রতিরোধে, মাদকবিরোধী পরিবেশ সৃষ্টি ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে মোবাইল কোর্ট আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ আইনটি বাতিল করা হলে মেয়ে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় পড়বে।

মোবাইল কোর্ট আইন বহাল করার দাবীতে উক্ত মানববন্ধনে শিক্ষক- শিক্ষার্থী, বিদ্যালয় কমিটির সদস্যসহ অসংখ্য বিদ্যানুরাগী ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!