নিয়াজ সুমন এর কবিতা- নগ্নতা

 

 

নগ্নতা
নিয়াজ সুমন
স্বানের সময় জলের ধারায়
চক্ষু লজ্জায় খোলেনি কখনো
পিঠ থেকে সুতোর কাপড়।

অপরাধ বোধে থেকেছে সংযত
আড়ালে-আবডালে কোমল
দেহ হয়নি কখনো অনাবৃত।

নীল খ্যাতির অমোঘ টানে
উপরে উঠার চরম আহবানে
আকাশ সংস্কৃতির রঙিন ছোঁয়ায়
পরিবর্তন হয়েছে মানসিকতায়।

উবে গেছে আজ লাজ-লজ্জ্বার ভাঁজ
মেয়েটির এখন আধুনিকতার সাজঁ।

খোলামেলা পোশাকে,আলু-তালু চুলে
মিশে আছে পর-পুরুষের বাহুডোরে।

কর্পোরেট দুনিয়ার বদৌলতে
দেখছে আজ তাকে তামাম লোকে!

add2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!