জাকিয়া সুলতানা এর কবিতা- তোমাকে বলছি

তোমাকে বলছি
-জাকিয়া সুলতানা

ব্যস্ততা আমাকে দিচ্ছে না ফুরসৎ
অক্লান্তভাবে কাজ করে যাই
সময়ের প্রয়োজনে বাঁধ ভাংগা উচ্ছাস ।
আমি সত্যি বলছি
একদমই বুজতে পারি না,
তোমার অনুভূতি !
কি চাও তুমি?
কি ধারণা তোমার?
কতটুকুই বা প্রতিচ্ছবি হয়েছি !
তোমার আমার ব্যবধান
তোমাকে নিশ্চুপ রাখে,
মনের জানালায় তারপর ও উঁকি যাই মেরে ।
দূরত্বে থেকেও প্রতিনিয়ত
অবলোকনে রাখো প্রতিচ্ছবিতে,
আড়ালে থেকে উঁকি মেরে যাও দিনে- রাতে ।
প্রশ্নগুলো, প্রশ্ন হয়েই থাকে
কখনো কখনো ফাঁকে ফাঁকে,
উত্তর মেলে, ভূল বোঝাবুঝির মাঝে ।
মাঝে মাঝে আমি
তাল হারিয়ে ফেলি,
ইচ্ছে করে না জোড় করে ফিরে তাকাতে ।
মেপে মেপে কথা বলা
ভাবমূর্তি ঠিক রাখা,
লুকিয়ে রাখলে মনের অজস্র চাওয়া ।
প্রথম যখন দেখেছিলে
নিরব চোখে চেয়েছিলে,
মিষ্টি একটা হাসি ও দিয়েছিলে ।
হাসিতে ছিল সরলতা
চাহনীতে ছিল মায়াবীরেখা,
সেটা নয়ত, একদমই উচ্ছৃঙ্খলতা !
ভয় কেন তবে,
ফিরে তাকাবার !
স্বাভাবিক ভাবে মিশলেই তো পারো !
সহজভাবে সামাজিকতায়,
মেনে নিয়ে নিয়মানুবর্তিতা,
বন্ধু হয়ে থাকলে দোষ কি বলো ?
জীবন চলার পথে
এর থেকে বড় পাওয়া,
আর থাকতে পারে কি? বলো !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!