দেওয়ান মুকুল এর কবিতা- বৈচিত্র্যময়

বৈচিত্র্যময়
-দেওয়ান মুকুল

ঝড় থেমে যায় ঠিকই,
যাবার আগে-
এলোমেলো করে দিয়ে যায় সব।
পথ চেনা হয় ঠিকই,
খুঁজতে খুঁজতে-
হাঁটু পর্যন্ত টের পেয়ে যায়।
ভুল শুধরে যায় ঠিকই,
বুঝতে বুঝতে-
সময়টা হাতছাড়া হয়ে যায়।
জয় একদিন হয় ঠিকই,
ঠকতে ঠকতে-
জয়ের স্বাদটুকু বিনষ্ট হয়।
ভালোবাসা পাওয়া হয় ঠিকই,
পেতে পেতে-
হৃদয়ে বহু মণ রক্তক্ষরণ হয়।
হিসাবটাও মিলে যায় ঠিকই,
মিলাতে মিলাতে-
মন আর মণের ওজনের বৈষম্যটুকুও ঘটে।
জীবন একদিন থামে ঠিকই,
চলতে চলতে-
অসময়ে সময়টা শুধু ফুরায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!