নির্বিচ্ছন্ন বিদ্যুতের দাবিতে ঘাটাইলে মানববন্ধন

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নির্বিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঘাটাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী ও সাধারন জনগন। আজ ৯জুন (শুক্রবার) জুমআ নামাযের পর স্থানীয় ব্যবসায়ীদের ডাকে উপজেলা গেইটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ব্যবসায়ীদের সাথে একত্বতা প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারন জনগন।  মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ঘাটাইলে ঘন ঘন লোডশোডিংয়ে জন জীবন অতিষ্ঠ। তারমধ্যে রমজান মাস ও ব্যাপক গরম যার ফলে দুর্বিসহ ভোগান্তিতে ঘাটাইলের সাধারন জনগন এবং লোডশোডিংয়ের কারনে ঘাটাইলের বিভিন্ন মিলকারখানায় ব্যাপক প্রভাব পড়েছে বলে ব্যবসায়ীরা জানান।

তারা আরও বলেন, ঘাটাইলের কোনো কোনো অঞ্চলে সারাদিনে ৫ঘন্টাও বিদ্যুৎ প্রদান করা হয়না। আবার মেঘ দেখেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। এসব বিষয় দ্রুত সমাধান করে যেন বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখা হয়।
ঘাটাইলের সকল স্তরের জনগনের দাবি একটাই যেন নির্বিচ্ছন্ন বিদ্যুৎ প্রদান করে ঘাটাইলবাসী দুর্ভোগ লাগব করা হয়।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!