ন্যান্সির অব্যাহতি

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ছোট ভাইয়ের তালাকপ্রাপ্তা স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলা থেকে অব্যাহতি পেলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মঙ্গলবার দুপুরে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোকনুজ্জামান এ মামলা থেকে অব্যাহতি দেন তাকে।

এ সময় ন্যান্সির পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জীবন কুমার সরকার। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি পিপি।

অব্যাহতি প্রসঙ্গে ন্যান্সির আইনজীবী জীবন কুমার সরকার বলেন, মূলত হয়রানি করার জন্যই তাদের দুজনকে আসামি করা হয়েছে। কিছু স্বার্থসিদ্ধির জন্য আমার মক্কেলদের আসামি করা হয়েছে। ন্যান্সির বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। এই মামলায় আসামিদের অপরাধের কোনো প্রমাণ নেই, যে কারণে আদালত ন্যান্সিকে অব্যাহতি দিয়েছেন।

অব্যাহতি পেয়ে ন্যান্সি বলেন, আজকে যে মামলায় আমাকে আদালত পর্যন্ত আসতে হয়েছে সেই মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার কারণেই আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালত প্রমাণ করেছেন আসলে সত্যের জয় অবশ্যম্ভাবী। তিনি বলেন, শুধু আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য এই সাজানো মিথ্যা মামলা করা হয়েছে। যার কোনো ভিত্তি নেই।

এর আগে গত বছরের ১৬ অক্টোবর নারী নির্যাতনের এ মামলায় জামিন পেয়েছিলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও তার স্বামী নাজিমুজ্জামান জায়েদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!