পঞ্চগড়ের ৫ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

১০ মার্চ সারা দেশের ৮৭ টি উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপের তালিকায় ছিল পঞ্চগড়ের ৫ টি উপজেলা।

পঞ্চগড়ে ৫ টি উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল তুলে ধরা হলঃ

সদর উপজেলাঃ
চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন মোঃ আমিরুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ২৬৪৯৯।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন কাজী আল তারিক। তিনি ভোট পেয়েছেন ১৮২১৩।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে জয়ী হয়েছেন নীলুফার ইয়াসমিন। তিনি ভোট পেয়েছেন ১৫২৭১।

দেবীগঞ্জ উপজেলাঃ
চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন আব্দুল মালেক চিশতী। তিনি ভোট পেয়েছেন ৩১৩৫৫।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন বাবুল হোসেন সরকার। তিনি ভোট পেয়েছেন ৩৪৮৫৭।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে জয়ী হয়েছেন রিতু আক্তার। তিনি ভোট পেয়েছেন ৫৫৯৯১।

তেঁতুলিয়া উপজেলাঃ
চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন কাজী মাহামুদুর রহমান ডাবলু। তিনি ভোট পেয়েছেন ১৯৮৯২।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীক নিয়ে জয়ী হয়েছেন ইউসুফ আলী। তিনি ভোট পেয়েছেন ২০৯৭১।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে জয়ী হয়েছেন সুলতানা রাজিয়া। তিনি ভোট পেয়েছেন ৪২৪৭৮।

আটোয়ারি উপজেলাঃ
চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন মোঃ তৌহিদুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ৩৮২৬৩।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন মোঃ শাহাজাহান। তিনি ভোট পেয়েছেন ১৭৬৫৬।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন রেণু একরাম। তিনি ভোট পেয়েছেন ৩৫৮০৫।

বোদা উপজেলাঃ
চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন অধ্যাপক ফারুক আলম টবি।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীক নিয়ে জয়ী হয়েছেন মকলেছার রহমান জিল্লু। তিনি ভোট পেয়েছেন ১০৮৫৬।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে জয়ী হয়েছেন লক্ষ্ণী রানী বর্মণ। তিনি ভোট পেয়েছেন ২৩৭০৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!