অয়ন সাঈদ এর কবিতা- পবিত্র চুমুর কসম

 

পবিত্র চুমুর কসম

—————- অয়ন সাঈদ

 

মধ্যরাতে কালাচাঁন ডাক্তারের বাড়ির দোতালার
সিঁড়ি দিয়ে উঠে যেতে যেতে প্রবেশ করি-
অজানা মমি গৃহে। দেখি অসংখ্য প্রাগৈতিহাসিক বাদূর,
নিশি বকের পাখার শব্দের ভেতর ধূপ আলোয়
ধ্রুপদী মানবী তার নাম সুদূরীকা;

তরুলতার মতো সরু কোমড়, আপেল কুড়িয়ে চলে গেছে
মৃয়মাণ পাথরের কফিনের ভেতর।
অনেক বছর গেল দেখিনি তাহারে,
এই কার্তিকে কুয়াশার দলে উড়ে এসেছে-
মসলিন সুতোর কারুকাযের হরফে লেখা প্রেম পাঠ,
“পবিত্র চুমুর কসম, আমাদের তৃষ্ণার শতাব্দী কালের মাঝে
কেবলই পুলসিরাত দূরত্ব, চলে এসো- এক্ষুনি; ভালবাসি।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!