পাবনার চরতারাপুরে ব্রীজ ভাঙা মামলায় আ. লীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা চরতারাপুর ইউনিয়নের কাঁচিপাড়া সড়কের (কালভার্ট) ব্রীজ ভাঙার মামলায় চরতারাপুর ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সাড়ে ৮ টার দিকে পাবনা সদর থানার এসআই তৌহিদুল ইসলামের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সন্তোষ প্রামানিক চরতারাপুর ইউনিয়নের নতুন গোহাউল বাড়ী গ্রামের জামাল উদ্দিনের ছেলে এবং ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সন্তোষ প্রামানিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সুদ ব্যবসা ও অবৈধভাবে বালু ব্যবসার অভিযোগ রয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহেম্মদ মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গত শনিবার (২১ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুষ্কৃতকারীরা এই গুরুত্বপূর্ণ সড়কটির একটি কালভার্ট ব্রীজ ভেঙে গুড়িয়ে দেয়। ২৮ নভেম্বর পাবনার এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী সিরাজুল হক বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!