পাবনার যুবলীগ নেতা হত্যার দায়ে বিএনপি নেতা গ্রেফতার

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় বিএনপি নেতা কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দুপুর ২ টার দিকে পাবনা শহর থেকে ল্যাব এইড এর প্রশাসনিক কর্মকর্তা ও আটঘরিয়া উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম রবি কে পুলিশ গ্রেফতার করেছে। আটঘরিয়া উপজেলার লক্ষিপুর যুবলীগের যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান (৩২) কে শনিবার রাত ৮টার দিকে কুপিয়ে হত্যার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।নিহত হাফিজুর রহমান আটঘরিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকার রঘরামপুর গ্রামের আবু তাহেরের ছেলে এবং গ্রেফতার কৃত রবিউল ইসলাম রবি লক্ষিপুর ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, রঘুরামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি জলাশয়ে মাছ চাষকে কেন্দ্র করে হাফিজুর এর সাথে কতিপয় ব্যক্তির বিবাদ চলে আসছিলো। সে ঘটনার জের ধরেই পাবনার আতাইকুলা থানার রঘুরামপুর বাজারে অজ্ঞাতনামা দূবৃত্তরা মৎস্যজীবি ও স্থানীয় যুবলীগ নেতা হাফিজুর রহমান কে হত্যা করা করে। পুলিশ মামলার এজাহার ভুক্ত ৮ নং আসামি হিসেবে রবিউল ইসলাম রবি কে গ্রেফতার করেছে। এদিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম নিশ্চিত করেন যে, গ্রেফতারকৃত রবিউল ইসলাম রবি আটঘরিয়া উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, শনিবার সন্ধ্যার দিকে রঘুরামপুর বাজার এলাকায় অবস্থান করার সময় একদল যুবক হাফিজুরের ওপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে।স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তার মৃত্যু হয়। লাশের ময়না তদন্ত শেষে রবিবার সকাল ৮টায় নিহতের ভাই ১৬ জন কে আসামি করে এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!