পাবনায় ঈদ উপলক্ষে দুস্থ ও অতিদরিদ্রদের মাঝে সরকারি ভাবে ভিজিএফ খাদ্যশস্য সহায়তা শুরু

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে পাবনায় দুস্থ ও অতিদরিদ্র ব্যক্তি পরিবারের মাঝে ভিজিএফ খাদ্যশস্য সহায়তা শুরু হয়েছে। আজ সকাল ৯ টা থেকে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদ এ চাল বিতরণ শুরু করে। প্রতিটি কার্ডের বিপরীতে দুস্থ ও অতিদরিদ্র মানুষেরা পাচ্ছেন ১৫ কেজি চাল।

জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা ত্রাণ ও দুর্যোগ শাখার তত্বাবধায়নে পাবনা জেলার এবারে ১ লাখ ৮৯ হাজার ৪০৮টি কার্ডের বিপরীতে ২ হাজার ৮শ’৪১মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। তার মধ্যে. পাবনা সদর উপজেলায়৪০ হাজার৪২৭ টি কার্ড এবং পাবনা পৌরসভায় ৪৬২১ টি কার্ডের বিপরীতে চাল বিতরণ করার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, পাবনার ৯ টি পৌরসভা এবং ৭৪টি ইউনিয়নে সরকারি ভাবে বরাদ্দ প্রাপ্ত এই ভিজিএফ চাল বিতরণ চলবে ৮ আগস্ট পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!