পাবনায় ভূমিমন্ত্রীর উপস্থিতে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬

সৈয়দ আকতারুজ্জামান রুমী,পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি’র সামনে স্থানীয় আওয়ামীলীগের দু‘গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাবনার আটঘরিয়া উপজেলা চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।

আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগে ভূমিমন্ত্রী ও পৌর মেয়র দু‘গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে বলে স্থানীয়রা জানান।

মন্ত্রী, জেলা আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমান শরীফ এমপির উপস্থিতিতে দু‘গ্রুপের এ সংঘর্ষে উভয় দু‘গ্রুপের কমপক্ষে ৬ জন আহত হয়েছে। তাদেরকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় ভাবে জানা যায়, জেলার আটঘরিয়া উপজেলা বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি। অনুষ্ঠানে যোগ দিতে ভূমিমন্ত্রী সমর্থিত গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র শহিদুল ইসলাম রতন দু‘গ্রুপের সমর্থকরা মিছিল নিয়ে উপজেলা চত্বরে প্রবেশ করার সময়ে উভয়গ্রুপ মুখোমুখি পৌঁছালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়।

এসময় উভয় পক্ষের ৬ জন নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে পৌর ছাত্রলীগের সভাপতি বাধন, ছাত্রলীগ কর্মী পার্থ, রুমন এবং যুবলীগ কর্মী জাহিদ ও তরিকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও মন্ত্রী সমর্থিত চাঁদভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী সাইফুল ইসলাম কামালও লাঞ্ছিত হন বলে স্থানীয়রা জানান।

মন্ত্রী সমর্থিত আওয়ামীলীগ নেতা, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী সাইফুল ইসলাম কামাল বলেন, ভূমিমন্ত্রীর অনুষ্ঠানে শান্তিপূর্ণ ভাবে মিছিল নিয়ে প্রবেশের সময়েই উপজেলা আওয়ামীলীগ সভাপতি, পৌর মেয়র শহিদুল ইসলাম রতন সমর্থিতরা তাদের উপর হামলা চালিয়ে নেতাকর্মিদের মারপিট শুরু করে। এ সময় উভয়গ্র“পের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে তিনি দাবী করেন।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন দাবী করেন, বৃক্ষ রোপন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সমর্থিত সাইফুল ইসলাম কামাল একটি মিছিল নিয়ে এসে তার নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে এলোপাথারী মারপিট শুরু করে। এতে কয়েকজন নেতাকর্মি আহত হয়েছে। তিনি বলেন, মন্ত্রীর আস্কারা পেয়ে এবং নেপথ্য ইন্ধনে তার পক্ষের আওয়ামীলীগের ত´াধারী সন্ত্রাসী বাহিনী আমার নেতাকর্মি ও সমর্থকদের একের পর এক ষড়যন্ত্রের শিকারে পরিণত করা হচ্ছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলায় ফলজ ও বৃক্ষ মেলা চলাকালে উপজেলা গেটের মূল ফটকে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তিনি বলেন, দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওসি আনোয়ারুল বলেন, এ ঘটনায় কোন পক্ষ থানায় কোন ধরণের অভিযোগ দেয়নি।

এদিকে এ ঘটনার পর উভয়পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময়ে বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংবা করছেন স্থানীয়রা। যে কোন ধরণের নাশকতার আশংকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!