পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বনমালী অডিটরিয়ামে বনমালী শিল্পকলা কেন্দ্রের সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হান্নান। আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ মোসাদ্দেক আলী খান খসরু।

এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন ও অ্যাডভোকেট সনৎ কুমার সরকার, যুগ্ম সম্পাদক (প্রশাসন) রবিউল ইসলাম চৌবে ডাবলু, যুগ্ম সম্পাদক (সাংস্কৃতিক) প্রলয় চাকী টুকাই, কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল হান্নান শেলী, কার্যকরী পরিষদের সদস্য এম সাইদুল হক চুন্নু, ইউনিভার্সাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন, আলী আহসান বক্তার, অসিত কুমার সাহা, ডাঃ মনোয়ারুল আজিজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, আজীবন সদস্য চেম্বার অব কর্মাসের সিনিয়র সহ সভাপতি ও মাসপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী মর্তুজা বিশ্বাস সনি, রানা প্রপারটিজ এন্ড ডেভলপারস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা, ডা: আমিনুল ইসলাম হেলাল, সাংবাদিক এস এম আলম সহ বনমালী শিল্পকলা কেন্দ্রের ৩৪৭ জন আজীবন সদস্য।

সভার শুরুতেই প্রতিষ্ঠানের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে অনুষ্ঠিত হয় ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে অঞ্জন চৌধুরী পিন্টু সভাপতি এবং ড. মো: হাবিবুল্লাহকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকারী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন-সহ সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব এম এ মতিন, অ্যাডভোকেট সনৎ কুমার, যুগ্ম সম্পাদক (প্রশাসন) রবিউল ইসলাম চৌবে ডাবলু, যুগ্ম সম্পাদক (সাংস্কৃতিক) প্রলয় চাকী টুকাই, কোষাধ্যক্ষ মোসাদ্দেক আলী খান খসরু। এছাড়া কার্যকরী পরিষদ সদস্য ১০ জন হলেন- অ্যাডভোকেট আব্দুল হান্নান, এম সাইদুল হক চুন্নু, আলহাজ্ব ডাঃ মনোয়ারুল আজিজ, আলহাজ্ব মুহাম্মদ আবুল মাসুদ, অ্যাডভোকেট আব্দুল হান্নান শেলী, ইউনিভার্সাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, আলী আহসান বক্তার, অসিত কুমার সাহা, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী। কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মির্জা আজিজুর রহমান, সাবেক সভাপতি শাহ আলম ও পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!