প্রচণ্ড বৃষ্টিতে ছাতা মাথায় গাছে পানি দেওয়ার ছবিটি এখন ভাইরাল!

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। না ভেজার জন্য মাথার ওপর রয়েছে ছাতা। এই বৃষ্টির মধ্যেই কয়েকজনের জটলা। তাদের সবার দৃষ্টি একটি গাছের চারাকে ঘিরে। ঠিক গাছটির চারা আকর্ষণের কেন্দ্র নয়। কেন্দ্র হচ্ছে গাছের চারায় পানি দেওয়াকে নিয়ে। এই বৃষ্টির মধ্যে এক নারী পানিভর্তি জার দিয়ে চারায় পানি দিচ্ছেন।

এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন থেকেই ছবিটি হাস্যরসে পরিণত হয়েছে।

তবে ছবিটি কোন জায়গার এবং কারা পানি দিচ্ছেন কিংবা কী কারণে বৃষ্টির মধ্যে গাছে পানি দিচ্ছেন, তা জানা যায়নি। এ ছাড়াও গাছটি একদম পিচঢালা রাস্তার সঙ্গে। কেউ কেউ বলছেন, ছবিটি বেশ আগের। তবে ফেসবুকে সবার মনে আনন্দের খোরাক জুগিয়েছে।

দৈনিক বণিক বার্তার সিনিয়র রিপোর্টার তাসনিম মহসিন মিশু ছবিটি শেয়ার করেছেন। ছবিতে লেখা রয়েছে, ‘জীবনের ঝুঁকি নিয়ে মুষলধারে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে গাছে পানি দেওয়ার জন্য এনাদের কাছে দেশ ও জাতি চিরকৃতজ্ঞ…!’

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী ছবিটি শেয়ার করলে অনেকেই মন্তব্য করেন। একজন লিখেছেন, ‘ছবি তোলার সময় ই বৃষ্টি আসবে কে জানত?’

মাহফুজুল হোসাইন মন্তব্য করেছেন, ‘আলহামদুলিল্লাহ। তবুও তো তিনারা গাছকে সজীব রাখার জন্য পানির প্র‍য়োজন না হলেও পানি দিচ্ছেন।’



 

 

 

 

 

 

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!