টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের ফুটপাত দখলমুক্ত অভিযান

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়ক ও মার্কেটের সামনে হকার উচ্ছেদ এবং অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল মামুন ও মৌসুমী নাসরিনের নেতৃত্বে টাঙ্গাইল পৌরসভার সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল মামুন জানান, টাঙ্গাইল শহরের ভিতরে বিভিন্ন মার্কেট ও সড়কে কোন ধরনের ফুটপাত দখল করা যাবে না। ফুটপাত হলো মানুষদের জন্য চলাচলের জায়গা। আমরা কোন ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করতে বলছি না। আমরা চাই যার যে জায়গা সে তার জায়গার বাইরে এসে ফুটপাত যেন দখল না করে। একারনেই আমরা এ অভিযান পরিচালনা করেছি। আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!