ফেসবুকে অটো ভিডিও প্লে বন্ধ করুন সহজেই

ফেসবুকে কিছু অভ্যন্তরীণ আডগ্রেডেশন হয়েছে। এ কারণেই গতকাল সোমবার রাতে কিছু সময়ের জন্য খুলতে সমস্যা হচ্ছিল। তবে এরপর থেকেই ব্যবহারকারীদের জন্য একটা ঝামেলা দেখা দিয়েছে- অটো ভিডিও প্লে। অর্থাৎ নিউজ ফিডে স্ক্রল করে গেলে ভিডিওগুলো অটোমেটিক চালু হয়ে যাচ্ছে। এটা সবার জন্যই বিরক্তিকর। এছাড়া অপ্রয়োজনে প্রচুর ড্যাটা খরচও হয়ে যাচ্ছে। তবে আপনি খুব সহজেই এটা বন্ধ করে আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারেন। তার মানে আপনি কোনো ভিডিও দেখতে চাইলে ভিডিওর ওপর ক্লিক করে দেখবেন।

প্রথমে আপনার প্রোফাইলে যান। সেখান থেকে settings এ ক্লিক করুন। এবার বাম পাশের মেন্যুতে একদম নিচে এ ক্লিক করুন। দেখবেন ভিডিও সেটিংস নামে একটি বক্স খুলবে। সেখানে দুই নম্বরে Auto-Play Videos এ দেখবেন Default করা আছে। ওই ড্রপডাউনে ক্লিক করে Off সিলেক্ট করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!