অয়ন সাঈদ এর কবিতা- বরং এইসব দৃশ্যেরও আড়ালে

বরং এইসব দৃশ্যেরও আড়ালে
——————————-  অয়ন সাঈদ

মাটিতে ষাঁড়ের সিঙের মৃদু গুতোর মত করে

ভেপু বাজিয়ে টার্মিনালে ভিড়ছে জল-জাহাজগুলো;
প্রেসিডেন্ট ইস্কুল এন্ড কলেজের পিছনে
ধলেশ্বরীর তীরে ঢেউয়ের নাশকতায়
ছাত্রী হোস্টেলের বারান্দায় কার যেন ওড়না-
মাছ শিকারী নৌকার লাল নিশানের মত উড়ে যেতে চায়।

বরং এইসব দৃশ্যেরও আড়ালে
কারখানা গুলোর চিমনি মুখের ধোঁয়ায়-
সন্ধার চুল আমাদের প্যাঁচ দিয়ে ধরে তার চাদরে,
তৃণভোজী কাক কবরের ফোঁটা ফুল খেয়ে ফেলে;
বিশ্বাস করো আজন্ম এতগুলো সপিং-মল ঘুরেও-
একটি যুতসই সানগ্লাস পেলাম না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!