বাংলা কবিতা দিবস আজ

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ বাংলা কবিতা দিবস। এ উপলক্ষে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে গাজীপুরের নয়নপুরে কচিকাঁচা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিশিষ্ট সাংবাদিক, কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদিরের উদ্যোগে ২০০৪ সাল থেকে বাংলা কবিতা দিবস পালিত হয়ে আসছে।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকীর ব্যবস্থাপনায় তার প্রতিষ্ঠিত কচিকাঁচা একাডেমি প্রাঙ্গনে কবিতা দিবস উপলক্ষে দিনব্যাপী আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, আলোচনা, বইমেলা ও সংগীতানুষ্ঠান চলছে।

বাংলা কবিতা দিবস ২০১৫ পুরস্কার-

প্রতি বছরের মতো এবারও বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত ও কমরেড আলাউদ্দিন আহমেদ-আম্বিয়া বেগম স্মৃতি পরিষদ প্রবর্তিত বাংলা কবিতা দিবস পুরস্কার দেওয়া হয়েছে একজন কবিকে। এবার “বাংলা কবিতা দিবস ২০১৫” পুরস্কারে ভূষিত করা হয়েছে। এবার পুরস্কার পেয়েছেন ষাট দশকের অন্যতম প্রধান কবি, রাজনীতিক, মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব। এ উপলক্ষে কবিকে স্মৃতি পরিষদের পক্ষে কবিকে নগদ ৫০০০ টাকা, ক্রেস্ট ও অন্যান্য স্মারক অর্পণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!