“বিএনপি ক্ষমতায় এলে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠে” – নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। ফের রান্নাঘরে ঢুকে যাবে মেয়েরা।

শনিবার দুপুরে নীলফামারী জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অনেক অর্জন এসেছে। সেটা করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে বাংলাদেশকে মাথা উঁচু করে দাড় করিয়েছেন তিনি।
তিনি বলেন, ১৯৪৮সালে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর ১৯৭১ সালে সেটা বাস্তবে রুপ দিয়েছিলেন। অন্য কোনো নেতা বাংলাদেশ নিয়ে চিন্তাও করেননি।
সরকারের সফলতাগুলো জনগণের কাছে পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে আবারো যাতে নৌকা মার্কায় ভোট দিয়ে সরকার গঠন করা যায় সেজন্য কাজ করতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান তিনি।
নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক বক্তব্য রাখেন।
জেলা ছাত্রলীগ সভাপতি সজল কুমার ভৌমিকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। জেলা সাধারণ সম্পাদক নোহেল রানার সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস, এম জাকির হোসেন।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজালাল, সহ সম্পাদক রুহুল আমিন, কেন্দ্রীয় উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আকতার সুমি, উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক আজিজুল আলম মৃধা, উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান আনিস উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন ধুলিসাৎ করতে চায় সন্ত্রাস ও জঙ্গিবাদের নেত্রী খালেদা জিয়া। তাই আগামী নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে আবারো বিজয়ী করে ক্ষমতায় বসাতে হবে শেখ হাসিনাকে। এ জন্য প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!