অয়ন সাঈদ এর কবিতা-বিগত বৈশাখে

 

বিগত বৈশাখে
—————-অয়ন সাঈদ

কাঁঠাল- বাঁশ ঝাড় ও কড়ই বৃক্ষের ছায়ায় শোভিত
আব্দুল্লাহপুর পাল বাড়ির পাতা ঝড়া প্রাচীন জোড়া পুকুর,
পোড়া কালচে বাদামী ইটের দালানগুলোতে
আমাদের ১২জন তরুণ-তরুণীর হাস্যোজ্জল দৃষ্টিপাত;
ফটোসেশন ও যে যার মতো করে হেটে দেখার অবসরে
তুষার রায়ের নতুন প্রণয়ের নিপুণ চোখাচোখি।

মনে পড়ে যায় পালদের অতীত উপাখ্যান;
নিপুণীয়ার চুলের ধূপের ঘ্রাণে ছেয়ে গেছিল নাচ ঘর,
জ্যোৎস্না নিয়ন রাত- ঝিঝিপোকার ম্যালডি আর
নিপুণীয়ার ক্লাসিক নৃত্যে ঘুঙুরের রিংটোন, মদমত্ত পাল।

নাচ ঘরের পেছনেই বদ্ধভূমি, এই গতিহীন অসহ্য রৌদ্র দুপুরে
৪৪ বছর ধরে অবিরাম নক্ষত্রের মতো বিভায়,
চিত্রায়িত হতে দেখি; ৭১ এর শহীদ আহাম্মদ দপ্তরী ও
রতন কুমারদের অগণতান্ত্রীক মৃত্যুর ছবি!
পাতা পড়া জোড়া পুকুরের জলচোখ একই দৃশ্যের ধারাবাহীকতায়,
নিরুপায় ক্ষোভে শেওলার ছানি জমে জমে অন্ধ প্রায়…

যাবতীয় প্লাটফর্ম ঘুরে, আমারও কিছু দুঃখ থেকে যায়-
থাকে কবি হেলাল হাফিজের একাকীত্বের মতো আমারও দারুন নিসঙ্গতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!