পঞ্চগড়-নীলফামারী সীমান্তে বিজিবি’র টহল জোরদার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সম্প্রতি ভারতের আসামে চূড়ান্ত নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে বাদ পড়েছেন ১৯ লাখ ভারতীয়। বাদ পড়া এসব মানুষদের বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে নীলফামারী ও পঞ্চগড় জেলার ১৫১ কিলোমিটার সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৭টি ক‌্যাম্পের স্বাভাবিক কার্যক্রম ও নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি জোরদার করা হয়েছে।

৫৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মিজানুর রহমান খান জানান, ভারতীয়দের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!