বিপিএল’র পারিশ্রমিক কার কত…?

বিপিএল’র মতো টি-২০এর এই ছোট পরিসরের খেলা মানে চার-ছক্কার ফোয়ারা। স্টেডিয়ামে দর্শকদের মাঝে টানটান উত্তেজনা। তৃতীয়বারের মতো বাংলাদেশে ক্রিকেট বোর্ড আয়োজন করতে যাচ্ছে জনপ্রিয় এই আসর। বাংলাদেশের তারকারা কে কত পারিশ্রমিক পাচ্ছেন সে বিষয় নিয়ে এরই মধ্যে ব্যাপক আগ্রহ ক্রিকেটভক্তদের মনে। তবে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিমকে নিয়েই বোধহয় আগ্রহটা একটু বেশী।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসরের খেলোয়াড় বাছাই প্রক্রিয়ার লটারি অনুষ্ঠিত হচ্ছে। সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি দল পাচ্ছে তরুণ ক্রিকেটাররাও।

দেশী ক্রিকেটারদের মধ্যে ছয়জন আইকন খেলোয়াড় ৩৫ লাখ টাকা করে পাবেন। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা সাক্ষেপে পারিশ্রমিকের পরিমাণ বাড়তেও পারে। এছাড়া ‘এ’ থেকে ‘ডি’পর্যন্ত চারটি ক্যাটাগরির খেলোয়াড়রা পাচ্ছেন যথাক্রমে ২৫, ১৮, ১২ ও ৬ লাখ টাকা।

চার ক্যাটাগরিতে বিদেশিদেরও পারিশ্রক ঠিক করা হয়ছে। ‘এ’ ক্যাটাগরি ৭০ হাজার ডলার, ‘বি’ ক্যাটাগরি ৫০ হাজার ডলার, ‘সি’ক্যাটাগরি ৪০ হাজার ডলার ও ‘ডি’ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৩০ হাজার ডলার।

তালিকায় পাকিস্তান ও ইংল্যান্ডের ৫৩ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩, শ্রীলঙ্কার ২৫, দক্ষিণ আফ্রিকার ৪, অস্ট্রেলিয়ার ৪, নিউজিল্যান্ডের ২, জিম্বাবুয়ের ৬ ও আইসিসি সহযোগী দেশগুলোর ১৫ জন ক্রিকেটার রয়েছেন।

বিপিএলের তৃতীয় আসরে প্রতিটি দল দেশী-বিদেশি ২৫ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করাতে পারবে। যার মধ্যে ১৩ জন দেশী ও ১২ জন বিদেশি ক্রিকেটার থাকবে। প্রতি ম্যাচের একাদশে সাতজন দেশী ক্রিকেটারের সঙ্গে চারজন বিদেশী ক্রিকেটার খেলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!