সেলিনা জাহান প্রিয়া’র কবিতা-বোধের বোধ

 

 

বোধের বোধ 
—– সেলিনা জাহান প্রিয়া ।

হে পবিত্র মন আমি তোমাকে অন্বেষণ করি নিজের বিবেকে !
আমি খুঁজে ফেরী দিবালোকে স্বপ্নলোকে গভীর ঘুমে শ্বাসপ্রশ্বাসে 
পার্থিব লোভ আমাকে ভুলিয়ে রাখে বিবেক থেকে দূরে –
এই সংসার প্রেম জীবন যৌবন আশায় বাধি ঘর বেলা ভুমে
জগতের শুধু চাই চাই সুখের অন্বেষণে আপন পর সব ভুলে
স্বার্থের রঙ্গমঞ্চে মন গোলামী করে আত্মার বেহিসেবি ছায়া্য ,
নষ্ট হয় আত্মা মন বিবেক ধর্মের লেবাসে অধর্মের ফাঁদে !
নষ্ট হয় নেই মানবতা নষ্ট হয়েছে আমাদের বোধের বোধ ,
এ নশ্বর দুনিয়া দেখে মুগ্ধ হয়ো ভুলে যাই আগমনের পথ
ভুলে যাই সেই প্রস্থানের মহা কালের যাত্রা শেষে বিচার কে ।
জীবন তো কত কারণে মাঝে সুখেও শত দুঃখ নিহিত থাকে।
যারা এ তুচ্ছ পৃথিবীতে মগ্ন হয়েছে, তারা দুঃখ কষ্ট কিনেছে
মন তাদের বিক্রি হয়েছে লোভ লালসার খনিতে
বিকেক তো ঘুমিয়ে আছে মনের পাতানো খেলা ঘরে
শুধু যারা মৃত্যুর প্রতি দৃষ্টি রেখেছে, তারাই মুক্তি লাভ করেছে ।
হায়রে দুনিয়া ! হায়রে দুনিয়ার ক্ষনিকের জীবন !
নশ্বর এ দুনিয়ার জন্য, ভুলে যাই জন্মের সুত্রে মৃত্য সনদ হাঁতে !!
এ দুনিয়ার সন্তান- সন্ততি, ধন- সম্পদের জন্য,
ক্ষমতা, পদ- পদবীর জন্য, ধর্ম কর্ম বিবেক বিক্রি করি ,
ভুলে যাই সেই প্রস্থানের মহা কালের যাত্রা শেষে বিচার কে –
যার সব কিছু আমি শুধু গোলক ধাধায় আমি আমি করে যাই ।
মানবতা লুণ্ঠিত হয় তন্ত্রের মন্ত্রে স্ব শেষ চলে যাই খালি হাঁতে –
হে পবিত্র মন আমি তোমাকে অন্বেষণ করি নিজের বিবেকে !
পার্থিব লোভে আমাকে ভুলিয়ে রাখে বিবেক থেকে দূরে –

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!