খানসামার গোয়ালডিহির বটতলীতে ব্রীজ নির্মাণের জন্য সয়েল টেস্ট সম্পন্ন

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় বটতলী নামক স্থানে ব্রীজ নির্মাণের জন্য সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বটতলী সাঁকোর পাড়ে দীর্ঘদিনের চরম ভোগান্তির পর মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর স্ব-উদ্যোগে ব্রীজ নির্মাণের জন্য সয়েল টেস্ট সম্পন্ন করেন প্রকৌশলী মোঃ আব্দুস ছালাম। সয়েল টেস্ট শেষে প্রকৌশলী মোঃ আব্দুস ছালাম জানান, ব্রীজ নির্মাণের জন্য যে রকম মাটি দরকার তা সয়েল টেস্টে পাওয়া গেছে। ব্রীজ নির্মাণের জন্য উক্ত স্থানের মাটি উপযুক্ত। সয়েল টেস্ট শেষে দ্রুততম সময়ে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু হবে বলেও জানান প্রকৌশলী মোঃ আব্দুস ছালাম।

এ সময় উপস্থিত ছিলেন ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইনুল হক শাহ্ , গোয়ালডিহি ইউপি আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক বাবু অনন্ত কুমার, ইউপি সদস্য আঃ সাত্তার, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সদস্য এমদাদুল হক, মোঃ জাহিদুল ইসলামসহ এলাকার সুধীসমাজ ও সাধারন জনগণ।
এলাকাবাসী মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি’কে দীর্ঘদিনের উপেক্ষিত বটতলী সাঁকোতে ব্রীজ নির্মাণের প্রক্রিয়া শুরু করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!