ভাসানীর সহধর্মীনি আলেমা ভাসানীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টারঃ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহধর্মীনি বেগম আলেমা খাতুন ভাসানীর ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত হলো।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে ভাসানী ফাউন্ডেশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সাইন্স অনুষদের ডীন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা কবি বুলবুল খান মাহবুব, মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ড. মোহাম্মদ মতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের আলেমা খাতুন ভাসানী হলের প্রভোষ্ট ড. লুৎফর নেছা বারী, মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব ও মাওলানা ভাসানীর দৌহিত্র মো: মাহমুদুল হক সানু প্রমুখ। সভায় বক্তারা মাওলানা ভাসানী ও আলেমা খাতুন ভাসানীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। উল্লেখ্য, আলেমা খাতুন ভাসানী ২০০১ সালের ৪ অক্টোবর ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!