জাতীয় গণফ্রন্ট, জাতীয় মুক্তি কাউন্সিল ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার উদ্যোগে মে দিবস পালিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জাতীয় গণফ্রন্ট জাতীয় মুক্তি কাউন্সিল ও নয়া গণতান্ত্রিক গণমোর্চা পাবনা জেলা শাখার উদ্যোগে ১৩৫তম মহান মে দিবস উপলক্ষ্যে ১ মে বেলা ১১টার সময় পাবনাস্থ ঘোড়াষ্যান্টে সাংস্কৃতিক চত্ব¡রে এক সমাবেশ জাতীয় মুক্তি কাউন্সিল পাবনা শাখার সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মে দিবসের সমাবেশে বক্তারা বলেন বিশ্বব্যাপি করোনা ভাইরাসের কারণে শ্রমিক কৃষকসহ শ্রমজীবি মানুষ গভীর সংকটের মধ্যে পরেছে। শ্রমিক ছাটাই, শ্রমিক নির্যাতন ও বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাপি পুঁজিবাদ ও সা¤্রাজ্যবাদী দেশ গুলিতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পরেছে। জনগণের জীবনের নিরাপত্তা দিতে ব্যার্থ হচ্ছে সরকার গুলি। যে কারণে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে। বক্তারা বলেন শাসকশ্রেণী শ্রমিক-কৃষককে সরাসরি আর্থিক সহায়তা না দিয়ে শিল্প মালিক ব্যবসায়ী এবং আমলাদের মাধ্যমে প্রণোদনা প্রদান করছে। তাতে শ্রমিকদের কোন উপকারেআসছেনা। বক্তরা শ্রমিক-কৃষকসহ মেহনতী মানুষকে সরাসরি আর্থিক সহযোগিতার দাবী জানান এবং দেশের বন্ধকৃত ২৫টি জুট মিল ৬টি চিনি কল আধুনিককরণ করেসরকারীভাবে পরিচালনার দাবী জানান। বাঁশখালিতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হত্যার বিচার বিভাগীয় তদন্ত করে দোষিদের শাস্তি ও ক্ষতি পূরণ দিতে হবে এবং সেই সাথে সর্বস্তরে ৮ ঘন্টা শ্রমদিবস ও বাজার দরের সাথে সঙ্গতি রেখে মুজুরী নির্ধারণ করতে হবে। বক্তরা বলেন লুটেরা সন্ত্রাসী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা উচ্ছেদ করেশ্রমিক কৃষকসহ মেহনতী মানুষের গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম বেগবান করার জন্য শ্রমজীবি মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক হাসিবুর রহমান হাসু,২ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পাবনার আহ্বায়ক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের জেলা সম্পাদক আব্দুস কুদ্দুস, জাতীয় কৃষক খেতমজুর সমিতির পাবনা জেলা সম্পাদক আব্দুস শুকুর প্রমুখ নেতৃবৃন্দ।
-প্রেস বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!