নাজির আহমেদ চৌধুরী রনজু’র কবিতা-স্বাধীনতা

 

 

 

স্বাধীনতা

নাজির আহমেদ চৌধুরী রনজু

 

উদার সবুজ জমিনে

বৃত্তবন্দী লাল অশ্রুর ফোঁটা

তুমি স্বাধীনতা।

 

তোমাকে ছিনিয়ে আনতে

ছুটেছি গ্রামে-গঞ্জে নগর জনপদে

হাতে উদ্যত রাইফেল বুকে গ্রেনেড

বিনিদ্র রজনী কেটেছে মাটির কোলে

গাছের আড়ে শ্বাপদসংকুল জঙ্গলে।

 

ঝরেছে রক্ত সহযোদ্ধার

পুড়েছে গ্রাম উজাড় জনপদ

গর্জনে শত্রুর রিকয়েললেস রাইফেল

ভীরুতাকে ঝেড়ে নগ্নপদে

শত্রু হননের উৎসবে একটু সময় হয়নি

ফিরে তাকাবার প্রিয়ার আহবানে।

 

ধানের পাতায় শিস কেটে গুলির শব্দ

মনে ছিল অফুরন্ত সাহস

শত্রু জয়ের উন্মত্ততায় ছিলাম নিবিষ্ট।

চিন্তায় আতন্কে উদভ্রান্ত ভেসে ওঠা

মায়ের মুখ হাতকে করতো আরও সচল

পুরো ম্যাগজিন উৎসর্গীত শত্রু নিধনে।

 

হাই এক্সপ্লোসিভ মাথায় রেখে

প্রেয়সীর মত স্টেনগানকে বুকে জড়িয়ে

ফিউজ ডেটোনেটরকে সযত্নে পকেটে পুরে

শুয়ে শুয়ে আকাশের নগ্নতাকে দেখে

ভয়ে আরও বেশি আনন্দ পেয়েছি

সে শুধু তোমাকে পাব বলে।

 

অবশেষে তোমাকে পেলাম

অনেক রক্তের আখরে সবুজ জমিনে

বৃত্তবন্দী লাল অশ্রুর বিনিময়ে

-হে স্বাধীনতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!